আল্লাহর পথে একদিন পাহারা দেওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম

আল্লাহর পথে একদিন পাহারা দেওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম

সাহল ইবনু সা’দ আস-সায়েদী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আল্লাহর পথে একদিন পাহারা দেওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতে তোমাদের কারো এক চাবুকের জায়গা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহর পথে সকাল বা সন্ধ্যায় একজন বান্দার বের হওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।"

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন যে, মুসলিমদের সুরক্ষার স্বার্থে আল্লাহর জন্য এক দিন মুসলিম ও কাফেরদের মাঝখানের স্থানকে আঁকড়ে থাকা দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম। জান্নাতে আল্লাহর পথে যে চাবুক দিয়ে জিহাদ করা হয় তার জায়গা দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম। আর দিনের শুরু থেকে দুপুরের সালাত শুরু হওয়া পর্যন্ত অথবা দুপুর থেকে রাত পর্যন্ত আল্লাহর পথে একবার ভ্রমণ করার প্রতিদান ও সাওয়াব দুনিয়া এবং এর ভেতরের সবকিছুর চেয়ে উত্তম।

فوائد الحديث

আল্লাহর জন্য ভূমি রক্ষা করার ফজিলত, কারণ এতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া জড়িত এবং এর ফলে আল্লাহর বাণী বুলন্দ করা এবং তাঁর দীনকে সাহায্য করা হয়। সুতরাং একদিনের প্রতিদান সমগ্র পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।

পরকালের তুলনায় এই পৃথিবীর তুচ্ছতা; কারণ জান্নাতের চাবুকের স্থান পৃথিবী এবং এর মধ্যে থাকা সবকিছুর চেয়ে উত্তম।

আল্লাহর পথে জিহাদের ফজিলত এবং এর প্রতিদানের মাহাত্ম্য; কারণ একবার প্রাতঃভ্রমন অথবা একবার সন্ধ্যা ভ্রমন পৃথিবী এবং এর মধ্যে থাকা সবকিছুর চেয়ে উত্তম।

তাঁর এই উক্তি: "আল্লাহর সন্তুষ্টির জন্য" আন্তরিকতার গুরুত্ব নির্দেশ করে এবং এর উপরই পুরষ্কার নির্ভরশীল।

التصنيفات

সৎকাজের ফযীলত, জিহাদের ফযীলত