من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه، لا ينقص ذلك من أجورهم شيئا

من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه، لا ينقص ذلك من أجورهم شيئا

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا». “যে ব্যক্তি কোনো সৎপথের দিকে আহ্বান করবে, সে তার অনুসরণকারীদের সমান সাওয়াব পাবে। এতে তাদের সাওয়াবসমূহ থেকে কিছুই কম হবে না। আর যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, তার উপর তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে। এটা তাদের গুনাহ থেকে কিছুই কম হবে না।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি কথা বা কাজের মাধ্যমে কাউকে কোনো সৎপথের নির্দেশ করে, মানুষকে কল্যাণ ও মঙ্গলের পথে অনুপ্রাণিত করে ও আহ্বান করে, সে তার অনুসরণকারীদের সমান সাওয়াব পাবে। এতে অনুসারীদের সাওয়াবসমূহ থেকে কিছুই কম হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষকে বাতিল ও ভ্রষ্টতার দিকে আহ্বান করে, সে দিকের নির্দেশ করে, তার উপর তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে। এটা অনুসারীদের গুনাহ থেকে কিছুই কম হবে না।

فوائد الحديث

সৎপথের দিকে দাওয়াতের ফযীলত বর্ণিত হয়েছে। সেটি কম হোক বা বেশি। সৎকাজে আহ্বানকারীকে উক্ত সৎকাজ আমলকারীর সমপরিমাণ সাওয়াব প্রদান করা হবে। আর এটি মহান আল্লাহর বিরাট নি‘আমত ও পূর্ণ অনুগ্রহ।

ভ্রষ্টতার দিকে আহ্বানের ভয়াবহতা এ হাদীসে বর্ণিত হয়েছে। চাই তা কম হোক বা বেশি। আর অসৎ পথে আহ্বানকারীকে উক্ত অসৎ আমলকারীর গুনাহের সমপরিমাণ গুনাহ প্রদান করা হবে।

সমজাতীয় কাজের বিনিময় সমজাতীয় হয়ে থাকে (যেমন কর্ম তেমন ফল)। সুতরাং যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করবে, সে কল্যাণের আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে। অন্যদিকে যে অকল্যাণ ও খারাপ পথে আহ্বান করবে, সে উক্ত অকল্যাণ ও খারাপ আমলকারীর সমপরিমাণ গুনাহগার হবে।

অতএব প্রত্যেক মুসলিমের প্রকাশ্যে গুনাহ করা ও মানুষকে দেখিয়ে অন্যায় কাজ করা থেকে সতর্ক থাকা উচিত। কেননা কেউ তাকে দেখে উক্ত গুনাহের কাজটি করলে; যদিও সে উক্ত অন্যায় কাজটি করতে তাকে অনুগ্রাণিত করেনি, তবুও সে সমপরিমাণ গুনাহগার হবে।

التصنيفات

বিদ‘আত