“তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর দু’জনের মাঝে যদি গাছ, দেয়াল বা পাথর…

“তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর দু’জনের মাঝে যদি গাছ, দেয়াল বা পাথর আড়াল হয়ে যায় এবং তারপর আবার সাক্ষাৎ হয়, তাহলেও যেন তাকে সালাম দেয়”।

আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর দু’জনের মাঝে যদি গাছ, দেয়াল বা পাথর আড়াল হয়ে যায় এবং তারপর আবার সাক্ষাৎ হয়, তাহলেও যেন তাকে সালাম দেয়”।

[সহীহ] [এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে তার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাত করার সময় তাকে সালাম করার আহ্বান জানান, এমনকি তারা যদি একসাথে হাঁটেন এবং তাদের মাঝে একটি বাধা হয়, যেমন একটি গাছ অথবা প্রাচীর বা বড় পাথর, তারপর তিনি তার সাথে আবার দেখা করেন, তার উচিত হবে তাকে আবার সালাম করা।

فوائد الحديث

সালাম প্রচার করা মুস্তাহাব এবং যখনই পরিস্থিতি পরিবর্তন হয় তখনই এটি পুনরাবৃত্তি করা।

সালামের সুন্নাহ প্রচার করা এবং তাতে বেশি করার প্রতি তার তীব্র আগ্রহ। কারণ এটি মুসলিমদের মধ্যে মহব্বত ও ভালোবাসা নিয়ে আসে।

সালাম হলো: (السلام عليكم) বা (السلام عليكم ورحمة الله وبركاته) বলা, মুসাফাহ ব্যতীত যা প্রথমবার দেখা করার সময় ঘটে।

সালাম হলো দোয়া এবং মুসলিমগণের একে অপরের জন্য দোয়া করা প্রয়োজন, এমনকি এটি বারবার ঘটলেও।

التصنيفات

সালাম ও অনুমতি প্রার্থনার আদব