“যে ব্যক্তি (বিনা কারণে) অলসতা করে পরপর তিনটি জুমু’আহ ত্যাগ করে মহান আল্লাহ তার অন্তরে সীলমোহর মেরে দেন”।

“যে ব্যক্তি (বিনা কারণে) অলসতা করে পরপর তিনটি জুমু’আহ ত্যাগ করে মহান আল্লাহ তার অন্তরে সীলমোহর মেরে দেন”।

আবুল জা’দ আদ-দামরী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি (বিনা কারণে) অলসতা করে পরপর তিনটি জুমু’আহ ত্যাগ করে মহান আল্লাহ তার অন্তরে সীলমোহর মেরে দেন”।

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত ত্যাগ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি কোন ওজর ছাড়াই অবহেলা ও অলসতার কারণে তিনবার জুমার সালাত পরিত্যাগ করে, আল্লাহ তার পর্যন্ত কল্যাণ পৌঁছাতে বাধা দেওয়ার মাধ্যমে তার হৃদয়ে মোহর মেরে দেবেন।

فوائد الحديث

ইবনুল মুনযির ঐক্যমত্য বর্ণনা করেছেন যে, জুমার সালাত একজন ব্যক্তির ব্যক্তিগত ফরজ।

যারা অবহেলার কারণে জুমার সালাত ত্যাগ করে তাদের জন্য হুমকি হল যে, আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেবেন।

যে ব্যক্তি কোন ওজরে জুমার সালাত ছেড়ে দেয়, সে হুমকির ভেতর পড়বে না।

আশ-শাওকানী বলেন: তার বক্তব্য: (তিনটি জুমা) এর অর্থ হতে পারে যে বাদ দেওয়া সাধারণভাবে ঘটা, জুমার সালাত ধারাবাহিক হোক বা বিক্ষিপ্ত হোক, এমনকি তিনি যদি প্রতি বছর একটি জুমা বাদ দেন, তাহলে আল্লাহ তৃতীয় জুমার পরে তার হৃদয়ে মোহর মেরে দেবেন, যা হাদীসের স্পষ্ট অর্থ। এর অর্থ পরপর তিনটি জুমাও হতে পারে।

التصنيفات

জুম‘আর দিনের ফযীলত