“যাকে এ সব কন্যা সন্তান দিয়ে কোন পরীক্ষা করা হয়, অতঃপর সে তাদের সাথে ভাল ব্যবহার করে, এ কন্যারা তার জন্য…

“যাকে এ সব কন্যা সন্তান দিয়ে কোন পরীক্ষা করা হয়, অতঃপর সে তাদের সাথে ভাল ব্যবহার করে, এ কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে”।

নবী সহধর্মিণী মুমিনগণের মা ‘আয়িশাহ্ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একটি স্ত্রীলোক দু’টি মেয়ে সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইলো। আমার কাছে একটি খুরমা ব্যতীত আর কিছুই সে পেলো না। আমি তাকে ওটা দিলাম। স্ত্রীলোকটি তার দু’মেয়েকে খুরমাটি ভাগ করে দিল। তারপর সে উঠে বের হয়ে গেল। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আমি তাঁকে ব্যাপারটি জানালাম। তখন তিনি বললেন: “যাকে এ সব কন্যা সন্তান দিয়ে কোন পরীক্ষা করা হয়, অতঃপর সে তাদের সাথে ভাল ব্যবহার করে, এ কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে, একজন মহিলা তার দুই মেয়েকে নিয়ে তার কাছে এসে তাকে কিছু খেতে দিতে বললেন। আয়েশা তার কাছে একটি খেজুর ছাড়া আর কিছুই পেল না, তাই সে তাকে এটি দিয়ে দিল। মহিলাটি তার দুই মেয়ের মধ্যে খেজুর ভাগ করে দিল এবং সে তা থেকে কিছুই খেল না। তারপর সে উঠে বাইরে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন এবং আয়েশা তাঁর সাথে ঘটনাটি বর্ণনা করলেন। তিনি বললেন: যে ব্যক্তি এই মেয়েদের কোন কিছু দায়িত্ব নিবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের শিক্ষা দেবে, খাওয়াবে, পানীয় দেবে, পোশাক পরাবে এবং তার উপর ধৈর্য ধরবে, তাহলে তারা তার জন্য জাহান্নামের আবরণ এবং পর্দা হবে।

فوائد الحديث

মেয়েদের যত্ন নেওয়া এবং তাদের জন্য প্রচেষ্টা করা হল সর্বোত্তম সৎকর্মের মধ্যে একটি যা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে।

সামর্থ্য অনুযায়ী যতটুকু দান করা সম্ভব, তা সামান্য হলেও দান করা মুস্তাহাব।

সন্তানদের প্রতি বাবা-মায়ের স্নেহের তীব্রতা।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারের অবস্থা সম্পর্কে একটি বয়ান এবং তাঁর জীবিকা সামান্য ছিল।

পরোপকারের গুণাবলীর বয়ান এবং এটি মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য; আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই মহিলা এবং তার দুই কন্যাকে নিজের উপর প্রধান্য দিয়েছেন এবং এটি তার প্রচণ্ড চাহিদা সত্ত্বেও তার উদারতা এবং দয়ার ইঙ্গিত দেয়।

নারীদের উপহারকে বলা হয় পরীক্ষা; কারণ তাদের যত্ন নেওয়া কঠিন এবং ক্লান্তিকর, অথবা কিছু লোক তাদের অপছন্দ করে, অথবা তাদের প্রায়শই আয় বা জীবিকার কোনও উৎস থাকে না।

ইসলাম ইসলাম-পূর্ব যুগের নিন্দনীয় রীতিনীতি নির্মূল করার জন্য এসেছে, সেই থেকে ইসলাম মেয়েদের ব্যাপারে সুপারিশ করেছে।

একজন মেয়ের ক্ষেত্রেও এই সওয়াব হাসিল হবে, যেমন কতক বর্ণনায় এসেছে।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ, নফল সাদকা