হে আল্লাহ, আমি ঋণের বোঝা, শত্রুর জয়ী হওয়া এবং শত্রুদের উল্লাস থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

হে আল্লাহ, আমি ঋণের বোঝা, শত্রুর জয়ী হওয়া এবং শত্রুদের উল্লাস থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো দ্বারা দোয়া করতেন: "হে আল্লাহ, আমি ঋণের বোঝা, শত্রুর জয়ী হওয়া এবং শত্রুদের উল্লাস থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।"

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় থেকে পানাহ চেয়েছেন: প্রথম: (হে আল্লাহ! আমি তোমার উসিলায় অন্য কারো নয় (ঋণের বোঝা) এবং তার চিন্তা, চাপ ও মুসিবত থেকে পানাহ, আশ্রয় ও নিরাপত্তা চাচ্ছি এবং তা পূর্ণ ও শোধ করতে তোমার সাহায্য প্রার্থনা করি। দ্বিতীয়টি: (এবং শত্রুর বিজয়), তার অত্যাচার ও আধিপত্য এবং আমি তোমার কাছে তার ক্ষতি রোধ ও তার উপর বিজয় অর্জন প্রার্থনা করছি। তৃতীয়টি: (এবং শত্রুদের উল্লাস) এবং মুসলিমদের উপর যে দুর্দশা ও বিপর্যয় আসে তাতে তাদের আনন্দ।

فوائد الحديث

যেসব জিনিস আল্লাহর আনুগত্য থেকে বিমুখ করে এবং উদ্বেগ নিয়ে আসে যেমন ঋণ প্রভৃতি থেকে আল্লাহর নিকট পানাহ চাইতে উত্সাহ প্রদান।

সাধারণ ঋণে দোষের কিছু নেই, তবে যার নিকট ঋণ শোধ করার উপায় নেই তাই হল পরাজিত করা ঋণ।

একজন ব্যক্তিকে অবশ্যই এমন জিনিসগুলি এড়িয়ে চলতে হবে যেগুলির জন্য সে উপহাসের পাত্র ও সমালোচিত হয়।

মুমিনদের প্রতি কাফেরদের শত্রুতা এবং বিপদ আপতিত হলে তাদের উল্লাস প্রকার করার বয়ান।

মানুষের কষ্টের উপর শত্রুদের উল্লাস প্রকাশ করা মানুষের কাছে খোদ কষ্ট থেকে কঠিনতর।

التصنيفات

কুরআন ও হাদীসে বর্ণিত দো‘আসমূহ