“তোমরা জমি-জায়গা, বাড়ি-বাগান ও শিল্প-ব্যবসায়ে বিভোর হয়ে পড়ো না। তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে”।

“তোমরা জমি-জায়গা, বাড়ি-বাগান ও শিল্প-ব্যবসায়ে বিভোর হয়ে পড়ো না। তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে”।

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা জমি-জায়গা, বাড়ি-বাগান ও শিল্প-ব্যবসায়ে বিভোর হয়ে পড়ো না। তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে”।

[হাসান লিগাইরিহী]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অতিমাত্রায় খামার, বাগান এবং কৃষি নিষিদ্ধ করেছেন। কারণ এটি দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা এবং আখেরাত বিমুখ হওয়ার অন্যতম কারণ।

فوائد الحديث

এই পৃথিবীর প্রতি লোভের নিষেধাজ্ঞা যা আখেরাত থেকে দূরে সরিয়ে দেয়।

হাদীসটি জীবিকা নির্বাহকারী জিনিস গ্রহণ করতে নিষেধ করে না, বরং এটি এই পৃথিবীতে ডুবে থাকা এবং পরকাল ভুলে যাওয়াকে নিষেধ করে।

আস-সিন্দি বলেন: এর অর্থ হল: কৃষিকাজে লিপ্ত হয়ো না, অন্যথায় তুমি আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হবে।

التصنيفات

ফযীলত ও শিষ্ঠাচার, দুনিয়ার প্রতি মোহের নিন্দা