সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখধারী পাখি খেতে বারণ করেছেন।

সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখধারী পাখি খেতে বারণ করেছেন।

ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখধারী পাখি খেতে বারণ করেছেন।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন, শিকারী প্রাণী যেগুলো দাঁত দিয়ে শিকার করে এবং নখধারী প্রত্যেক পাখি খেতে নিষেধ করেছেন, যে তার নখ দিয়ে কাটে ও ধরে রাখে।

فوائد الحديث

ইসলাম খাদ্য, পানীয় ইত্যাদি থেকে শুরু করে সবকিছুতেই ভালো ও পবিত্র জিনিসের প্রতি আগ্রহী।

খাদ্য সম্পর্কিত মৌলিক নীতি হল জায়েজ হওয়া, যা হারাম হওয়ার ওপর দলিল সাব্যস্ত হয় তা ব্যতীত।

التصنيفات

হালাল ও হারাম জীব-জন্তু ও পাখ-পাখালী