“আমি কি তোমাদেরকে সিয়াম, সালাত ও সাদাকাহর চেয়েও ফাযীলাতপূর্ণ কাজের কথা বলবো না?”

“আমি কি তোমাদেরকে সিয়াম, সালাত ও সাদাকাহর চেয়েও ফাযীলাতপূর্ণ কাজের কথা বলবো না?”

আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “আমি কি তোমাদেরকে সিয়াম, সালাত ও সাদাকাহর চেয়েও ফাযীলাতপূর্ণ কাজের কথা বলবো না?” সাহাবীগণ বললেন, হ্যাঁ অবশ্যই হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ “পরস্পরের মধ্যে মীমাংসা করা। কারণ পরস্পরের মধ্যে ঝগড়া বাধানো হল ধ্বংসের কারণ”।

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের জিজ্ঞাসা করলেন: আমি কি তোমাদেরকে এমন কিছুর কথা বলবো যা অধিক নফল সিয়াম, সালাত এবং সদকার সাওয়াবের চেয়েও উত্তম? তারা বললেন: হ্যাঁ। তিনি বললেন: বিবাদকারীদের মধ্যে পুনর্মিলন, কারণ বিবাদ মানুষের মধ্যে বিভেদ, শত্রুতা, ঘৃণা এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করে। মানুষের মধ্যে সম্পর্কের অবনিতর ফলে যে ঘৃণা তৈরি হয় তা হল এমন একটি বৈশিষ্ট্য যা দীন ও দুনিয়া ধ্বংস করে ও উপড়ে ফেলে, যেমন ক্ষুর চুল উপড়ে ফেলে।

فوائد الحديث

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ছিল সাহাবীদের প্রশ্ন করা এবং উত্তর জানার জন্য তাদের উৎসাহ সৃষ্টি করা।

আত-তীবী বলেন: পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার প্রতি উৎসাহ ও উদ্বুদ্ধ করা এবং তা নষ্ট না করার প্রতি গুরুত্বারোপ; কারণ সুসম্পর্ক আল্লাহর রশির সাথে দৃঢ় বন্ধন প্রতিষ্ঠার কারণ হয় এবং মুসলিমদের মধ্যে বিভাজন রোধ করে। আর সম্পর্কের অবনতি ধর্মে এক ধরনের খুঁত সৃষ্টি করে। যিনি তা মেরামত করতে ও অবনতি দূর করতে চেষ্টা করেন, তিনি এমন একটি মর্যাদা অর্জন করেন যা স্রেফ সিয়াম রাখা, সালাত পড়া ও নিজের আত্মাকে নিয়ে ব্যস্ত থাকার চেয়ে বেশি উচ্চ।

التصنيفات

মুসলিম সমাজ, অন্তরের আমলসমূহ