এক লোক নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এভাবে সালাম করল ‘আসসালামু আলাইকুম’ আর নবী সাল্লাল্লাহ…

এক লোক নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এভাবে সালাম করল ‘আসসালামু আলাইকুম’ আর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেলে তিনি বললেন, “ওর জন্য দশটি নেকী।”

ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: এক লোক নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এভাবে সালাম করল ‘আসসালামু আলাইকুম’ আর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেলে তিনি বললেন, “ওর জন্য দশটি নেকী।” তারপর দ্বিতীয় ব্যক্তি এসে ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ’ বলে সালাম পেশ করল। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন, “ওর জন্য বিশটি নেকী।” তারপর আরেকজন এসে ‘আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ’ বলে সালাম দিল। তিনি তার জবাব দিলেন। অতঃপর সে বসলে তিনি বললেন, “ওর জন্য ত্রিশটি নেকী।”

[হাসান]

الشرح

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন: আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন, তারপর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তার জন্য দশ নেকি লেখা হয়েছে। তারপর আরেকজন এল এবং বলল: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন, তারপর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তার জন্য বিশ নেকি লেখা হয়েছে। এরপর আরেকজন এল এবং বলল: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন, তারপর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তার জন্য ত্রিশ নেকি লেখা হয়েছে। অর্থাৎ, সালামের প্রতিটি বাক্যের জন্য দশটি করে নেকি লেখা হয়েছে।

فوائد الحديث

আগন্তুক বসে থাকা ব্যক্তিদের আগে সালাম দিবে।

সালামের শব্দের পরিমাণ বাড়ানোর মাধ্যমে সাওয়াবও বৃদ্ধি পায়।

সালাম দেওয়ার মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ হল: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং উত্তর দেওয়ার সর্বোত্তম রূপ হল: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সালাম এবং তার উত্তর দেওয়ার বিভিন্ন স্তর রয়েছে, এবং প্রতিটি স্তরের সওয়াবও আলাদা

মানুষকে ভালো কাজ শেখানো এবং তাদেরকে অধিক উত্তমটা অর্জন করার জন্য উৎসাহিত করা একটি মহান কাজ।

ইবনু হাজর রাহিমাহুল্লাহ বলেছেন: যদি শুরু করা ব্যক্তি "ওয়া রাহমাতুল্লাহ" যোগ করেন, তবে "ওয়া বারাকাতুহু" যোগ করা উচিত। যদি শুরু করা ব্যক্তি "ওয়া বারাকাতুহু" যোগ করে, তবে প্রশ্ন হলো, উত্তর দেওয়ার ক্ষেত্রে কি অতিরিক্ত শব্দ ব্যবহার করা উচিত? একইভাবে, যদি শুরু করা ব্যক্তি "ওয়া বারাকাতুহু" এর বেশি কিছু যোগ করেন, তবে তার জন্য কি এটি অনুমোদিত হবে? মালিক রাহিমাহুল্লাহ তাঁর "মুয়াত্তা" গ্রন্থে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেছেন: "السلام انتهى الى البركة" (সালামের সমাপ্তি বারাকাত পর্যন্ত)।

التصنيفات

সালাম ও অনুমতি প্রার্থনার আদব